প্রতিবেদন : এএফসি কাপের প্রস্তুতিতে নেমে পড়লেন রয় কৃষ্ণ। রবিবার রাতে শহরে আসেন এটিকে মোহনবাগানের গোলমেশিন। সোমবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করে দেন ফিজির স্ট্রাইকার। সদ্য শেষ হওয়া আইএসএলে সেরা ফর্মে ছিলেন না কৃষ্ণ। আসলে কোভিড ও চোট-আঘাতের ধাক্কায় এবার চেনা ছন্দে দেখা যায়নি তারকা ফুটবলারকে। তবু সাতটা গোল করার পাশাপাশি চারটি গোলের ক্ষেত্রে সহায়তা করেছেন সবুজ-মেরুনের এই বিদেশি স্ট্রাইকার।
আরও পড়ুন-আমেদাবাদে ৭৫ শতাংশ দর্শক নিয়ে ফাইনালের ভাবনা, প্লে-অফের লড়াইয়ে কলকাতা-লখনউ
আগামী মরশুমে কৃষ্ণকে রেখে দেওয়া হবে কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। ঠিক যেমন এএফসি কাপের জন্য কৃষ্ণকে রেজিস্ট্রেশন করানো হবে কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি কোচ জুয়ান ফেরান্দো। এএফসি কাপের প্রাথমিক রাউন্ডে যুবভারতীতে মোহনবাগানের প্রথম ম্যাচ ১২ এপ্রিল। ৭ অথবা ৮ এপ্রিল দল ঘোষণা করবেন ফেরান্দো। চার বিদেশি খেলতে পারবে এএফসি কাপে। তিরি, হুগো বোউমাসের দলে থাকা কার্যত নিশ্চিত। এশীয় কোটার বিদেশি হিসেবে ডেভিড উইলিয়ামসকে দলে রাখতে হবে। বাকি একটি জায়গার জন্য লড়াই কার্ল ম্যাকহিউ, জনি কাউকো এবং রয় কৃষ্ণর মধ্যে।