মঙ্গলবার প্রকাশিত হল আসন্ন টি-২০ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। আগামী ১৭ অক্টোবর রাউন্ড ওয়ানের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে ওমান ও পাপুয়া নিউ গিনি। আগামী ২৪ অক্টোবর টি-২০ অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচে দুবাইতে বিরাট কোহলিদের মুখোমুখি পাকিস্তান। টি-২০ ফাইনাল হবে ১৪ নভেম্বর।
আরও পড়ুন- কাবুল থেকে ভারতীয়দের নিয়ে ফিরছে বায়ুসেনার বিশেষ বিমান
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ৩১ অক্টোবর। সেই ম্যাচে টিম ইন্ডিয়ার মুখোমুখি নিউজিল্যান্ড। আগামী ৩ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে আবু ধাবিতে খেলবে টিম ইন্ডিয়া। এরপর ৫ নভেম্বর দুবাইতে যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বি এর বিজয়ীর বিরুদ্ধে খেলবে তারা।
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। প্রথম সেমিফাইনাল ১০ নভেম্বর। এবং দ্বিতীয় সেমিফাইনাল ১১ নভেম্বর। ফাইনাল ১৪ নভেম্বর।