প্রতিবেদন : ব্যাপক দাবদাহের মধ্যেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। বৃহস্পতিবার এর কিছুটা প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে ৬ এপ্রিলই নামতে পারে বৃষ্টি। তবে তার আগেই মঙ্গলবার বীরভূম,মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ। বুধবার বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও। জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। সোমবার সকাল থেকেই আকাশ ছিল আংশিক মেঘলা।
আরও পড়ুন-মধ্যরাত থেকে ১৯ দিন বন্ধ মা উড়ালপুল
রোদের তেজও ছিল তুলনামূলকভাবে কম। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে গরমের অস্বস্তি। আসলে বসন্তের বিদায়বেলা শেষ হতে না হতেই দখিনা হাওয়ার হাত ধরে এবারে একটু তাড়াতাড়িই হাজির হয়েছে গ্রীষ্ম। প্রথম আবির্ভাবেই গরমে নাজেহাল করে তুলেছে জনজীবনকে। বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম বাতাসের জলীয় বাষ্পের দাপটে বেড়েছে আর্দ্রতাও। সামনের কয়েকদিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় উপত্যকায়। এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনার বার্তা নিঃসন্দেহে জাগিয়ে তুলছে কিছুটা স্বস্তির আশা। উষ্ণায়নের জেরে গরম বাড়ছে। চলতি বছরে গরম আরও বাড়বে বলে শঙ্কা আবহাওয়াবিদদের