কমল মজুমদার, জঙ্গিপুর : ইংরেজি পরীক্ষার দিন সকালেই সন্তান প্রসব করেন এক পরীক্ষার্থী। আর সদ্যোজাত সন্তানকে পাশে নিয়েই হাসপাতালের শয্যায় বসেই দিলেন পরীক্ষা। পড়াশোনার প্রতি তাঁর এই আগ্রহ এবং পরীক্ষা দেওয়ার অদম্য ইচ্ছাকে কুর্নিশ জানাচ্ছে সকলেই। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সুতি থানার আহিরণ গ্রামের। আহিরণ ঘোষপাড়ার শ্রেয়শী সরকার (১৮) বাঙ্গাবাড়ি বিদ্যালয়ের ছাত্রী। এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। গ্রামেরই যুবকের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয়েছে।
আরও পড়ুন-পদ্মের ড্যামেজ কন্ট্রোল কমিটি
বিয়ের পরেও শ্বশুরবাড়ির ইচ্ছাতে পড়াশোনা চালিয়ে যান শ্রেয়শী। একাদশ শ্রেণিতে পড়াকালীন সন্তানসম্ভবা হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল সে। ডাক্তাররা প্রসবের সময় দিয়েছিলেন ২৬ তারিখ। কিন্তু আজ সকালেই অসহ্য প্রসবযন্ত্রণা নিয়ে আহিরণ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সকাল ৯টা ৩৫ মিনিটে সন্তান হয় তাঁর। আর তার আধঘণ্টার মধ্যেই সুতি থানার পুলিশি পাহারায় সন্তানকে পাশে নিয়ে পরীক্ষা দিতে বসে যায় শ্রেয়শী। শ্রেয়শী ভাল ফল নিয়ে আশাবাদী। তাঁর পরিবারের সবাই খুব খুশি। সবাই শ্রেয়শী ও তাঁর সন্তানের সুস্থ জীবন কামনা করেছেন।