পরীক্ষার্থীদের পাশে টিএমসিপি

তারা যাতে সহজে কোনও অসুবিধার সম্মুখীন না হয়ে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগ।

Must read

সংবাদদাতা, বারাসত : উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হলে পৌঁছে দিতে বিনামূল্যে বাইক পরিষেবা। এই উদ্যোগ নিল টিএমসিপি বারাসত ইউনিট। পরীক্ষার শুরুর দিন থেকেই পরীক্ষার্থীদের জন্য এই পরিষেবা শুরু হয়েছে। এই পরিষেবা পেয়ে খুশি পরীক্ষার্থী ও অবিভাবকেরা।

আরও পড়ুন-শিক্ষাক্ষেত্রে রাজনীতি বিশ্বভারতী উপাচার্যের

করোনা অতিক্রম করে দু’বছর পর ফের অফলাইনে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৭ এপ্রিল। সোমবারও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার জন্য দেওয়া হচ্ছে বাইক পরিষেবা। পরিষেবা পাওয়ার জন্য ইতিমধ্যেই যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া হয়েছে। অনেক পরীক্ষার্থী আছে যাদের বাড়ি পরীক্ষা কেন্দ্র থেকে অনেকটাই দূর। তাদের যাতে পরীক্ষা কেন্দ্রে আসতে সমস্যায় পড়তে না হয় তার জন্যই এই ব্যবস্থা। করোনা পরিস্থিতিতে বহু পরিবার আছে যাদের আর্থিক অবস্থা সচ্ছল নয়।

আরও পড়ুন-জনসমুদ্রের কাছে রেখে গেলাম ঠিকানা

তারা যাতে সহজে কোনও অসুবিধার সম্মুখীন না হয়ে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগ। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদকে মুখ্যমন্ত্রী বারে-বারে বলেছেন, কাজ কর। ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াও। সেই নির্দেশিকা মেনেই টিএমসিপি এই উদ্যোগ নিয়েছে। মাধ্যমিক পরীক্ষার সময় বিভিন্ন এলাকায় এই পরিষেবা মিলেছে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল টিএমসিপি।

Latest article