সংবাদদাতা, শিলিগুড়ি : শহরের যানজট রুখতে জাতীয় সড়কে টোটো নিষিদ্ধে হয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই শহরে টোটো চালানোর খবর গেল পুলিশের কাছে। মিট ইওর অফিসারে উঠে এল এই প্রসঙ্গ। তা নিয়ে দ্রত ব্যবস্থছা নেওয়া হবে জানানো হয়েছে। প্রধাননগর ট্র্যাফিক গার্ডে কর্মসূচির মধ্য দিয়ে সরাসরি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসি অভিষেক গুপ্তা জানান টোটো (TOTO) চালকেরা জাতীয় সড়কের ওপর টোটো চলাচলের আবেদন জানান। কিন্তু এটা সুপ্রিম কোর্টের সাফ নির্দেশিকা রয়েছে। জাতীয় সড়ক ও এশিয়ান হাইওয়ের ওপর টোটো (TOTO) চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তা তাদের জানানো হয়েছে। তবে দেখা যাচ্ছে অধিকাংশ টোটো চালকের কাছে টোটোর ড্রাইভিং লাইসেন্স নেই। তারা বিষয়টি সম্পর্কে অবগতই নন। এখন পুলিশের তরফে জানানোর পর তারা আবেদন করছে। তাই টোটো চালক সহ সমস্ত বাহন চালকদের সচেতন করতে বিভিন্ন ট্র্যাফিক গার্ডে আমরা ছোট ছোট প্রশিক্ষণের ব্যবস্থা করছি। সেখানে কোন সড়কে কি ভাবে চলচল করতে তা বোঝানো হবে। সিগন্যালের ব্যবহৃত বিভিন্ন চিহ্নের সঠিক অর্থ বোঝানো হবে তাদের।