ওমিক্রনের চেয়ে ১০ গুণ বেশি সংক্রামক করোনার এক্স-ই (Variant XE) প্রজাতি এবার ঢুকে পড়ল ভারতেও (India)। মুম্বইয়ে (Mumbai) মিলল করোনাভাইরাসের নতুন এক্স-ই ভ্যারিয়েন্টের প্রথম কেস। কিছুদিন আগে করোনার এই অতি সংক্রামক ভ্যারিয়েন্টটি প্রথম ব্রিটেনে শনাক্ত করা হয়েছিল। ভারতে করোনার এই প্রজাতির প্রথম সন্ধান মিলল। বলা হচ্ছে, এটি ওমিক্রনের চেয়ে ১০ গুণ বেশি সংক্রামক। মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বুধবার জানিয়েছে, সর্বশেষ সেরো সমীক্ষায় এক্স-ই ভ্যারিয়েন্টের (Variant XE) একটি এবং কাপ্পা ভ্যারিয়েন্টের একটি কেস পাওয়া গিয়েছে। মুম্বইয়ের ২৩০ জন রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে ২২৮ জন ওমিক্রন, একটি কাপ্পা এবং একটি এক্স-ই ভ্যারিয়েন্ট মিলেছে। ২৩০ রোগীর মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া ১২ জন করোনা প্রতিষেধক নেননি এবং ন’জন দুটি ডোজই গ্রহণ করেছিলেন। এক্স-ই প্রজাতির করোনাভাইরাসের সন্ধান ভারতে মেলায় নতুন করে উদ্বেগ ছডি়য়েছে।