প্রতিবেদনঃ দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুরে বামপন্থী ছাত্রদের অগণতান্ত্রিক কাজকর্ম, জোরজুলুম ও হুমকির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্বরে ধরণায় বসেছে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি সমর্থক পড়ুয়ারা। একাধিক দাবিতে সোমবার ৪ এপ্রিল থেকে লাগাতার এই শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন চলছে। প্রায় একশো ঘন্টা পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ম বা উপাচার্যের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি। এই অবস্থায় সহ-উপাচার্য শুক্রবার বিশ্ববিদ্যালয়ে আসেন। এরপরই বিভিন্ন দাবিদাওয়া নিয়ে টিএমসিপি সমর্থক পড়ুয়ারা সহ- উপাচার্যের দ্বারস্থ হন। টিএমসিপির অভিযোগ, গত ২৮ ও ২৯ মার্চ বামপন্থী বিভিন্ন সংগঠনের ডাকে ভারত বনধের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটের বাইরে বনধ পালন করে এসএফআই সমর্থক পড়ুশারা। সেদিন বনধ পালনের নামে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে গেট বন্ধ করে দেয় তারা। পড়ুয়াদের ক্যাম্পাসে ঢুকতেও বাধা দেওয়ার অভিযোগ উঠে। টিএমসিপি সমর্থক পড়ুয়ারা প্রতিবাদ করলে তাদের ওপর জোরজুলুম ও হেনস্তা করা হয়। ক্যাম্পাসে এসএফআইয়ের এই দাদাগিরি ও ভয়ের পরিবশ তৈরি করার তীব্র প্রতিবাদ জানায় টিএমসিপি। তারপরই এসএফআইয়ের এই অরাজনৈতিক, অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে অবস্থান শুরু করে তারা। আরও অভিযোগ, প্রতিবাদী টিএমসিপি কর্মী-সমর্থকদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) টিএমসিপির ইউনিট প্রেসিডেন্ট তথা যাদবপুরের সমাজতত্ত্ব বিভাগের দলিত গবেষক, সঞ্জীব প্রামাণিককে ছুটিয়ে মারব ও পুড়িয়ে মারব বলেও হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার পর অভিযোগ জানান হলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।