পাঞ্জাবের অমৃতসর থেকে মহারাষ্ট্রের (Maharastra) এক ক্যুরিয়ার কোম্পানির কাছে এসেছিল তিনটি পার্সেল। পার্সেলগুলির আকার দেখে ওই সংস্থার এক কর্মীর সন্দেহ হয়। তিনি বিষয়টি জানান রিজিওনাল ম্যানেজারকে। রিজিওনাল ম্যানেজার বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে পার্সেল খুলতেই চক্ষু চড়কগাছ। ওই পার্সেলের ভিতর থেকে মিলেছে ৯৭টি তলোয়ীর, দু’টি কুকরি এবং ৯টি অন্য ধরনের অস্ত্র। সঙ্গে সঙ্গেই তদন্তে নামে মহারাষ্ট্র (Maharastra) পুলিশ। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্তরা সকলেই পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা। পুলিশের অনুমান, রাজ্যে অশান্তি সৃষ্টির লক্ষ্যে অস্ত্র পাচার করা হচ্ছিল। অস্ত্রগুলির আনুমানিক দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা। অস্ত্রগুলি কার কাছে এবং কোথায় পাঠানো হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।