প্রতিবেদন : কেন্দ্রের কালা শ্রমিক আইন বাতিলের দাবিতে বৃহত্তর আন্দোলনে নামছে আইএনটিটিইউসি। সেইসঙ্গে আইএনটিটিইউসির ঘোষণা শ্রমদিবস নষ্ট নয়, কাজের ক্ষতি করে নয়, যা কিছু আন্দোলন, সমাবেশ হবে ছুটির দিনে। বাস্তবে এই ঘােষণা করে আইএনটিটিইউসি শ্রমিক আন্দোলনে দেশের মধ্যে পথ দেখাল। শনিবার ছুটির দিনে বিদ্যুৎ ভবনে কর্মচারী শ্রমিক সমাবেশ থেকে এই ঘোষণা করেন, আইএনটিটিইউসির (INTTUC) রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে তাতে আমরা উদ্বিগ্ন। লাগামছাড়া মূল্যবৃদ্ধি হচ্ছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস। এর বিরুদ্ধে আমরা শামিল হচ্ছি। আগামী মাসে এজন্য দুটি বৃহৎ প্রতিবাদী শ্রমিক সমাবেশ হবে। একটি হবে দক্ষিণবঙ্গে। অপরটি হবে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। ঋতব্রত বলেন, বিদ্যুৎ পর্ষদেও আমরা একটি ইউনিয়নই রাখব। কয়েকটি সমস্যা রয়েছে তা অবিলম্বে মিটে যাবে। শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আরও বলেন, মার্চের ২৭-২৮ তারিখে ডাকা বন্ধের বিরোধিতা করেছে ইউনিয়ন। ওই দু’দিনে প্রায় ৯৪ শতাংশ কর্মী কাজে যোগ দিয়েছেন বিদ্যুৎ দফতরে। আমরা এজন্য কর্মীদের অভিনন্দন জানিয়েছি। বন্ধের ইস্যুগুলোকে আইএনটিটিইউসি (INTTUC) সমর্থন করলেও বন্ধ নীতিকে সমর্থন করে না। ওই সব দাবি আদায়ের জন্য অন্য পথ আছে। আন্দোলন করতে হবে। একটা বন্ধ ডেকে সমস্যার সমাধান হয় না। আইএনটিটিইউসি বন্ধের নীতিকে বিশ্বাস করে না। বিশ্বাস করে না শ্রম দিবস নষ্ট করে আন্দোলন।