প্রতিবেদন: সোমবার ফের খুলে যাচ্ছে জি ডি বিড়লা-সহ শহরের পাঁচটি নামী স্কুল। কিন্তু স্কুল খুললেও সব পড়ুয়ারা ক্লাস করতে পারবে না। নোটিশ দিয়ে সাফ জানিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যারা পুরো ফি দিয়েছে তারাই ক্লাসে অংশ নিতে পারবে। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে স্কুল (School) কর্তৃপক্ষ। স্কুলের এই নোটিসের জেরে ক্ষুব্ধ অভিভাবকরা। আইনশৃঙ্খলার অজুহাতে গত ৭ এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয় জি ডি বিড়লা-সহ শহরের পাঁচটি স্কুল (School)। কর্তৃপক্ষের অভিযোগ, স্কুলের বাইরে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাই আইনশৃঙ্খলার অজুহাত দিয়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার জেরে সমস্যায় পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। সোমবার ১১ এপ্রিল থেকে শর্তসাপেক্ষে খুলে যাচ্ছে জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, অশোক হল এবং মহাদেবী বিড়লা শিক্ষা বিহার। স্কুলে দেওয়া নোটিস অনুযায়ী, যে সমস্ত পড়ুয়া ১০০ শতাংশ ফি মিটিয়েছে তারাই শুধুমাত্র ক্লাস করার অনুমতি পাবে। ফলে আদালতের নির্দেশ অনুযায়ী যারা ৮০ শতাংশ ফি মিটিয়েছে, তারা ক্লাস করতে পারবে না। ক্ষুব্ধ অভিভাবকরা বলছেন, হাইকোর্ট জানিয়েছিল, ফি বকেয়া থাকলেও ক্লাস করতে পারবে পড়ুয়ারা। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত মানল না। এর আগে ফি বকেয়া থাকায় কিছু পড়ুয়াকে ক্লাসে ঢুকতে বাধা দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এরপর তাঁরা আদালতের দ্বারস্থ হন।