জনসমুদ্রে ভেসে শনিবার আসানসোলের (Asansole) তৃণমূল (TMC) প্রার্থী শত্রুঘ্ন সিনাহার (Shatrughna Sinha) সমর্থনে রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আর প্রচার শেষে বিজেপিকে (BJP) প্রবল আক্রমণ করেন তিনি। একই সঙ্গে তীব্র দহন উপেক্ষা করে এত মানুষ রোড শো-এ যোগ দেওয়ার জন্য আপ্লুত অভিষেক। শত্রুঘ্ন সিনহার সঙ্গে প্রচারের ছবি থেকে শুরু করে রোড শো-এর বিভিন্ন ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) লেখেন, “আজ আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যে অসংখ্য মানুষ রোড শো-তে পা মেলালেন, তাঁদের সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। এই লোকসভার মানুষ বিজেপির বিভাজনের রাজনীতিতে বীতশ্রদ্ধ। নিরন্তর মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে দেশবাসীর, সারা দেশ চাইছে বিজেপিকে যোগ্য জবাব দিতে। এই প্রেক্ষাপটে আসানসোলবাসীর কাছে এই উপনির্বাচন শুধুমাত্র সাংসদ নির্বাচিত করার লড়াই নয়, বরং এই মাটি থেকে বিচ্ছিন্নতাবাদী, বিভেদকামী ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বিজেপিকে অপসারিত করার লড়াই। অন্যান্য রাজ্য থেকে বিজেপি যাঁদের এই কেন্দ্রে প্রচারের জন্য এনেছে, তাঁদের নিজেদের রাজ্যে গণতন্ত্র ভূলুণ্ঠিত। দুর্নীতি ও অরাজকতায় তাঁদের নিজেদের রাজ্য জর্জরিত। তাঁরা কোন অধিকারে বাংলায় এসে এই পুণ্যভূমির শান্তি-সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন? এই কেন্দ্রের মানুষ জবাব চাইছে। আগামী ১২ই এপ্রিল এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে আসানসোলের মানুষ বদ্ধপরিকর, এই মাটি থেকে বাংলার প্রাণের দল তৃণমূল কংগ্রেসের বিজয় কেতন উড়বেই।”