সংবাদদাতা, ডায়মন্ড হারবার : কোটি কোটি টাকা প্রতারণার (Fraud) অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার কাশীনগরের বাসিন্দা অরিন্দম পণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। মাসকয়েক ধরে ফেরার ছিল অরিন্দম। শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদ থেকে কলকাতা বিমানবন্দরে নামার পর ধরা পড়ে সুন্দরবন পুলিশের জালে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে শনিবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ২০১৯ সালের মাঝামাঝি স্বনির্ভর গোষ্ঠীর নাম করে একটি প্রতিষ্ঠান (Fraud) তৈরি করে অরিন্দম। তৈরি করা হয় একটি ঝাঁ চকচকে অফিস। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রচার করা হয়, বাড়ি তৈরির জন্য সস্তায় ইমারতি দ্রব্য দেওয়া হবে। এককালীন চল্লিশ হাজার টাকা জমা করলে দ্বিগুণ অর্থের অর্থাৎ আশি হাজার টাকার ইমারতি দ্রব্য দেওয়া হবে। প্রথমে কয়েকজনকে এই সুবিধা পাইয়েও দেওয়া হয়। ক্রমে এলাকায় চাউর হয়ে যায় এই আর্থিক সুবিধার গল্প। রীতিমতো এজেন্ট রেখে সুন্দরবন এলাকার মানুষদের থেকে মোটা টাকা তোলা হয়। চিটফান্ডের আদলে পুরো বিষয়টি চলতে থাকে। ২০২১ সালের পর থেকে প্রতারণা প্রকাশ্যে চলে আসে। গা-ঢাকা দেয় প্রতারক অরিন্দম। বন্ধ হয়ে যায় অফিস। ততদিনে এলাকা থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে অরিন্দম। কাকদ্বীপ ও হারউড পয়েন্ট কোস্টাল থানায় পৃথক ৭টি অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। সুন্দরবন পুলিশ জেলার এসপি ভাস্কর মুখোপাধ্যায়ের নির্দেশে তৈরি করা হয় বিশেষ টিম। সেই টিমের সদস্যরাই নজর রাখছিলেন অরিন্দমের। প্রতারিতরা আদালতে ভিড় জমান। আদালতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।