নয়াদিল্লি : দেশে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। জনজীবন বিপর্যস্ত। পেট্রোপণ্যের দাম বাড়ার প্রভাব সরাসরি পড়েছে জিনিসপত্রের দামে। মূল্যবৃদ্ধি ইস্যুতে বিরোধী দলগুলির তোপের মুখে মোদি সরকার। এবার মোদিকে কটাক্ষের সুরে আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। প্রধানমন্ত্রীর একটি পুরনো বক্তব্যের উল্লেখ করে তাঁর ট্যুইট, বিজেপি মুদ্রাস্ফীতিতে রেকর্ড করেছে। এদেশে এলপিজি এখন বিশ্বের সবচেয়ে দামি এবং পেট্রোল তৃতীয় সবচেয়ে দামি হওয়ার রেকর্ড গড়েছে। বিজেপি কখন এই অসামান্য কৃতিত্ব দাবি করে হোর্ডিং লাগাবে?
আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রীর মিথ্যাচার
প্রধানমন্ত্রী মোদির পুরনো বক্তব্যকেও কটাক্ষ করেছেন অখিলেশ। একসময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গিয়েছিল, পেট্রোল এবং ডিজেলের দাম সস্তা হয়েছিল। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর একটি পুরনো বক্তৃতা উল্লেখ করেছেন অখিলেশ। প্রসঙ্গত, এক জনসভায় মোদি বলেছিলেন, বিরোধীরা বলছে যে মোদি ভাগ্যবান। মোদির ভাগ্যে যদি দেশের মানুষের পকেটে কয়েকটা টাকা বাঁচে, তাহলে এর থেকে ভাল আর কী হবে! কটাক্ষের সুরে মোদির সেই পুরনো বক্তৃতা মনে করিয়ে দিয়েছেন অখিলেশ যাদব।