আবার রাজ্য সরকারের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। টোটাল পারসনস ওয়ার্কড (Total Persons Worked) -এর নিরিখে দেশের সব রাজ্যের মধ্যে প্রথম হল বাংলা। অর্থাৎ ২০২১-২০২২ আর্থিক বছরে ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হচ্ছে এ রাজ্যে; সংখ্যাটা গিয়ে দাঁড়াল ১.১ কোটি।
আরও পড়ুন-প্রফুল্লচন্দ্র সেনের জন্মদিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
সাম্প্রতিক কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এমজি এনআর ই জি এ (MGNREGA)-এর মাধ্যমে রাজ্য সরকার ১,১১,২১,৮৭৪ জন মানুষের কর্মসংস্থান করেছে। ‘ডবল ইঞ্জিন সরকারের’ উত্তর প্রদেশ, গুজরাট, ত্রিপুরা-সহ অন্যান্য রাজ্যকে পিছনে ফেলে দেশের মধ্যে প্রথম হয়েছে তৃণমূলশাসিত বাংলা।
শুধু তাই নয়, ব্যক্তির হিসাবে কাজের দিন তৈরিতেও ২০২১-২২ সালে ভারতের সব রাজ্যের মধ্যে বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যক্তির হিসাবে কাজের দিন তৈরি হয়েছে ৩৬.৪ কোটি তৈরি হয়েছে বাংলায়।
আরও পড়ুন-রাম নবমী উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
অথচ বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনা চলেছেই। ৩১ মার্চ পর্যন্ত ২৮৭৬ কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা বাকি রয়েছে রাজ্যের।
বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নতুন শিল্প স্থাপন করে তাতে কর্মসংস্থানের পাশাপাশি ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে যাতে বেশি পরিমাণ কর্মসংস্থান হয়, সেদিকে কড়া নজর রেখেছেন তিনি। করোনাকালে দেশে যখন বেকারত্বের হার বেড়েছে, তখন বাংলায় বেকারত্বের হার কমে গিয়েছে। কর্মসংস্থান বেড়েছে কয়েক গুণ। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে ডবল ইঞ্জিন সরকারের ধোঁয়া তোলে গেরুয়া শিবির, সেসব জায়গায় বেকারত্বের হার বাংলার থেকে বহুগুণ বেশি। এটা শুধু তৃণমূল সরকারের দাবি নয়, কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে এই তথ্য প্রকাশিত হল। কিন্তু তা সত্ত্বেও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা অব্যাহত। বিভিন্ন খাতে এখনও এ রাজ্যের পাওনা বকেয়া রেখেছে মোদি সরকার।
Under @MamataOfficial‘s exemplary leadership, Bengal ranked first among all States in ‘Total Persons Worked’
(Employed) in MGNREGA (2021-22).Bengal Govt. gave work to nearly 1.1 Cr people through MGNREGA!
This is the #BengalModel that @narendramodi ji could only dream of! pic.twitter.com/VZdZTL86ox
— All India Trinamool Congress (@AITCofficial) April 10, 2022