সংবাদদাতা, পুরুলিয়া : কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঠিক করেছেন, মানুষকে খানিকটা স্বস্তি দিতে সুফল বাংলা স্টলগুলি থেকে ন্যায্যমূল্যে মানুষকে আনাজ দেবে সরকার। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই সিদ্ধান্তে আশার দিশা দেখাচ্ছে তাঁরই মস্তিষ্কপ্রসূত ‘মাটির সৃষ্টি’ প্রকল্প। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই প্রকল্পে পুরুলিয়ার বহু অনুর্বর জমিতে এখন ফলছে নানা ধরনের সবজি। উৎপন্ন ফসল দেখে অভিভূত জেলাশাসক রাহুল মজুমদার। শনিবার জেলাশাসক গিয়েছিলেন জয়পুর থানার ডুমুরডি, রামামতি ইত্যাদি গ্রামে। কৃষি দফতরের আত্মা প্রকল্পের সহায়তায় দুটি গ্রামেই বিঘের পর বিঘে জমিতে সবজি চাষ করেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মাঠে ফলেছে তরমুজ, করলা, টম্যাটো-সহ নানা ধরনের ফসল। জেলাশাসকের হাতে তরমুজ তুলে দিয়ে সম্মান জানান চাষিরা। গ্রামের মহিলারা বলছেন, ইতিমধ্যে জেলায় গরম পড়ে গিয়েছে। কিন্তু জেলাশাসক যেভাবে বর্ষার জল ধরে রেখে সেচের বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছেন, তাতে তাঁরা উপকৃত। এখনও এক মাসের বেশি খেতে জল দিয়ে সবজি বাঁচিয়ে রাখতে পারবেন তাঁরা। জেলাশাসক রাহুল মজুমদার বলেন, মাটির সৃষ্টি প্রকল্পে বহু এলাকাতেই ফসল ফলছে। উৎপাদিত ফসল বাজারজাত হচ্ছে প্রশাসনের সহায়তায়।