সংবাদদাতা, হুগলি : শ্রীরামপুর (Srirampur) পুরসভার মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কাজে লাগিয়ে এলাকার ৫৭টি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ১৬ হাজার ছাত্রছাত্রীকে ৩১ হাজার নীল-সাদা ইউনিফর্ম বিলি করবে স্কুল শিক্ষা দফতর। পুর ও নগর উন্নয়ন দফতর এবং স্বয়ংসিদ্ধা প্রকল্পের মাধ্যমে হুগলি জেলা প্রশাসন এগুলি তুলে দেবে পড়ুয়াদের হাতে। শ্রীরামপুর (Srirampur) পুরসভার অধীন স্বনির্ভর গোষ্ঠীর ১৯টি এরিয়া লেভেল ফেডারেশনের মাধ্যমে ৮৮ জন মহিলাকে বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা ছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর ২৫০ মহিলা পোশাক তৈরির কাজ শুরু করেছেন। শ্রীরামপুর সিটি মিশন ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে কাজ চলছে। পোশাক তৈরির কাপড় চুঁচুড়া থেকে শ্রীরামপুরে পাঠিয়েছে সরকার। আগেই বিভিন্ন বিদ্যালয় পোশাকের মাপজোক-সহ ছাত্রছাত্রীর তালিকা জমা দিয়েছে। পুর পারিষদ ও স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বে থাকা গৌরমোহন দে বলেন, ‘‘স্বনির্ভর গোষ্ঠীর আলাদা অফিস হয়েছে।’’ পুরপ্রধান গিরিধারী শা বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি দারুণ ভাল কাজ করছে।’’