সংবাদদাতা, জঙ্গিপুর : ভারতের মাটিতে সাম্প্রদায়িক ঘৃণার স্থান নেই, প্রমাণ করলেন মুর্শিদাবাদ ইছাগঞ্জের দেবপ্রিয় (Debapriyo) মজুমদার। ২০২০-তে তাঁর মা দেবীরানি মজুমদার কর্কট রোগে আক্রান্ত হন। সে সময় চিকিৎসা করাতে তাঁকে মুম্বই নিয়ে যান তিনি। দীর্ঘ চিকিৎসায় বর্তমানে সুস্থ তাঁর মা। দেবপ্রিয় (Debapriyo) বলেন, ‘‘মুম্বইয়ে মায়ের চিকিৎসা শুরুর সময় ওখানে কাউকেই চিনতাম না। প্রচুর রক্তের দরকার হত। মুম্বইয়ের মুসলিম ভাইরা রক্ত দেন। তাঁরাও আমাদের চিনতেন না। তাঁদের দেওয়া রক্তেই মা প্রায় সুস্থ হয়ে উঠেছেন।’’ রক্তঋণ শোধ না করা গেলেও মুসলিম ভাইদের এই দানের কথা মনে রেখে রমজান মাসে তাঁদের জন্য ইফতারের আয়োজন করেন তিনি। পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি এবং একাধিক মসজিদ ঘুরে মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে ইফতারের সামগ্রী বিতরণ করেন দেবপ্রিয়।