মুম্বই, ১১ এপ্রিল : রাজস্থান বনাম লখনউ ম্যাচে এক অভিনব দৃশ্যের সাক্ষী রইলেন ক্রিকেটপ্রেমীরা। রাজস্থানের ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে আউট না হয়েও ক্রিজ ছাড়েন রবিচন্দ্রন অশ্বিন! তাঁর পরিবর্তে ব্যাট করতে নামেন রিয়ান পরাগ। ফলে আইপিএলের ইতিহাসে প্রথম রিটায়ার্ড আউট খেলোয়াড় হিসেবে চিরস্থায়ী স্থান করে নিলেন অশ্বিন। রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন জানাচ্ছেন, অশ্বিনকে তুলে নেওয়া পুরোপুরি টিমের স্ট্র্যাটেজির অংশ। শেষ কয়েকটা বলে দ্রুত রান তুলতে চেয়েছিল রাজস্থান। তাই কৌশলগত ভাবে বড় শট নিতে দক্ষ রিয়ানকে ক্রিজে পাঠানো হয়েছিল। তাঁর বক্তব্য, ‘‘আইপিএল শুরু হওয়ার আগেই আমাদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছিল।
আরও পড়ুন-‘সারা পৃথিবীতে দেখার মতো জায়গা হয়েছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গন’ উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর
তখনই ঠিক হয়েছিল, ম্যাচে এমন কোনও পরিস্থিতি এলে, এই কৌশল প্রয়োগ করা হবে। বলতে পারেন, এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।’’ অধিনায়কের সঙ্গে একমত রাজস্থানের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সঙ্গকারা। তিনি জানাচ্ছেন, একেবারে সঠিক সময়েই অশ্বিনকে তুলে নেওয়া হয়েছিল। একই সঙ্গে অশ্বিনকে প্রশংসায় ভরিয়ে দিয়ে সঙ্গকারা জানিয়েছেন, টিমের স্বার্থে অশ্বিন নিজেই মাঠ ছাড়তে চেয়েছিলেন। এদিকে, যুজবেন্দ্র চাহালে মজেছেন সঞ্জু। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রাজস্থানকে জেতাতে বল হাতে বড় ভূমিকা পালন করেছেন চাহাল। ৪১ রানে তাঁর শিকার ৪ উইকেট। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন।
উচ্ছ্বসিত সঞ্জুর বক্তব্য, ‘‘চাহাল এমন একজন বোলার, যাকে ১ থেকে ২০— যে কোনও ওভারে বোলিংয়ে আনা যায়। আমার মতে, এই মুহূর্তে ও-ই ভারতের সেরা লেগস্পিনার। ম্যাচে জেতাতে ওর সত্যিই কোনও জুড়ি নেই। তাই ওকে শেষের দিকের ওভারের জন্য রেখে দিয়েছিলাম।’’ প্রসঙ্গত, ৪ ম্যাচে ১১ উইকেট নিয়ে এই মুহূর্তে চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার শীর্ষে রয়েছেন চাহাল। শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে ১৫০ উইকেট দখলেরও নজির গড়েছেন তিনি। মাত্র ১১৮ ম্যাচেই এই মাইলস্টোনে পৌঁছেছেন চাহাল। যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম।