সংবাদদাতা, শিলিগুড়ি: কাবুলে আটকে পড়েছেন বিভিন্ন দেশের মানুষ। তাঁদের মধ্যে দার্জিলিঙেরও তিন নাগরিকও রয়েছেন। তাঁদের নিরাপদে দেশে ফেরাতে জেলা প্রশাসন তত্পর হয়ে উঠেছে। আফগানিস্তানে তালিবানি দখলদারির পর থেকেই ভয়ঙ্কর সব ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন আড়ির ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে
কাবুল বিমানবন্দরের লোমহর্ষক ছবি উদ্বেগে রেেখছে গোটা বিশ্বকে। এমন পরিস্থিতিতে কাবুলে থাকা ভারতীয় নাগরিকদের নিয়ে ঘোর দুশ্চিন্তায় জেলা প্রশাসন। দার্জিলিং জেলার বহু লোক বহুজাতিক কোম্পানিতে চাকরির সূত্রে কাবুলে আছেন। এতদিন ভালোই ছিলেন। এইবার তালিবানি আগ্রাসন শুরু হতেই তাঁরা দেশে ফিরতে চেয়েও পারছেন না। ফলে তাঁদের পরিবার-পরিজন উদ্বেগ ও চিন্তায় অস্থির। এই অবস্থায় জেলাশাসক এস পুনমবলম স্বয়ং তত্পরতার সঙ্গে খোঁজখবর নিচ্ছেন পরিবারগুলির। দিয়েছেন পাশে থাকার বার্তা। জেলা প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় কতজন কাবুল বা আফগানিস্তানের বিভিন্ন জায়গায় রয়েছেন, তার তথ্য জোগাড় করার কাজ শুরু হয়েছে। তাঁদের ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন :গোর্খাল্যান্ড দাবি ছেড়ে রাজ্যের পাশে বিনয় তামাং
এ পর্যন্ত জেলার কার্শিয়াং এলাকার তিনজনের খোঁজ পাওয়া গেছে, যাঁরা কাবুলের কস্বা এলাকায় একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। এর মধ্যে একজন পান্ডু গ্রাম পঞ্চায়েতের মন্টেভিউ চা-বাগান বস্তির বাসিন্দা। দার্জিলিঙের লেবং এলাকারও বেশ কয়েকজন কাবুলে চাকরি সূত্রে রয়েছেন। তাঁদের প্রত্যেককে নিরাপদে দেশে ফেরাতে বদ্ধপরিকর জেলা প্রশাসন।