এক হাজার কোটির বেশি বিনিয়োগ, কর্মসংস্থানও

উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের উদ্যোগে হাওড়ায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে ১১৫০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে।

Must read

সংবাদদাতা, হাওড়া : উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের উদ্যোগে হাওড়ায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে ১১৫০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। সেখানে প্রায় ১২ হাজার নতুন কর্মসংস্থান হবে। মঙ্গলবার উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের বার্ষিক সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য প্রয়োজনীয় রূপরেখাও তৈরি করা হয়। এদিনের বার্ষিক সভায় উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়, সাংসদ সাজদা আহমেদ, বিধায়ক সমীর পাঁজা, সুকান্ত পাল, বিদেশ বসু, ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান বিপ্লব রায়চৌধুরি সহ আরও অনেকে।

আরও পড়ুন-পারলেন না ভোট দিতে

সভায় ঠিক হয় উলুবেড়িয়ায় টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও ফাউন্ড্রি শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ছোট ছোট শিল্পকে ক্লাস্টার করে আরও ব্যাপকভাবে গড়ে তোলা হবে। এছাড়াও উলুবেড়িয়া-১ নম্বর ব্লকের কর্মতীর্থে স্থায়ী হস্তশিল্প সামগ্রীর বিপণন কেন্দ্র গড়ে তোলারও পরিকল্পনা নিচ্ছেন এখানকার বণিকসভার সদস্যরা। যেখানে জেলার ক্ষুদ্র শিল্পপতিরা তাঁদের তৈরি হস্তসামগ্রী সরাসরি বিক্রি করতে পারবেন। এদিনের অনুষ্ঠান থেকে সংখ্যালঘু দফতরের তরফে ৯০টি স্বনির্ভর গোষ্ঠীকে ১ কোটি ৯৭ লক্ষ টাকা ও ৮৩ জনকে মোট ৮৭ লাখ টাকা ঋণ দেওয়া হয়। এই উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের তরফেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে কাশফুলের বালাপোশ ও বালিশ তৈরি করে নজর কেড়েছে। এদিনের সভা থেকে উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের ১৫ জনের নতুন কমিটি গঠিত হয়।

Latest article