বাংলায় ট্যুইট করে নববর্ষের (Bengali New Year) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar)। প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, “শুভ নববর্ষ।”
আরও পড়ুন-নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী লিখেছেন, “পয়লা বৈশাখের শুভেচ্ছা। বিশেষ এই অনুষ্ঠান বাঙালির সংস্কৃতিকেই প্রকাশ করে। আমি আশা করি আগামী বছর আনন্দ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। আমাদের সব ইচ্ছা পূরণ হোক। শুভ নববর্ষ।”
Shubho Nabo Barsho!
Best wishes on Poila Boishakh. pic.twitter.com/Nfle3Erb9Z
— Narendra Modi (@narendramodi) April 15, 2022
বাংলা নববর্ষ (Bengali New Year) উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটারে রাজ্যপাল লিখেছেন, “পয়লা বৈশাখের শুভেচ্ছা। নতুন বছর আপনার ও আপনার পরিবারের জন্য সুখ, সমৃদ্ধি বয়ে আনুক। বাংলাকে ভয়শূন্য চিত্ত ও উচ্চ শির করে তোলার জন্য গুরুদেবের স্বপ্ন সফল হোক। সর্বত্র তা ফলপ্রসূ হোক।”
Greetings to all on auspicious occasion #PoilaBoishakh. May #SubhoNoboBorsho bring to you and your family happiness and prosperity!
Let the dream #Gurudev of creating a land of Bhayashoonya Chitaa & Uccha Sheer fructify in West Bengal and all over.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 15, 2022