ফের দুই-শূন্য। এবার আসানসোল লোকসভা এবং কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। আর এই জয়ের পর টুইটে ভোটারদের অসংখ্য ধন্যবাদ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়ের মাধ্যমে মানুষ তাঁদের নববর্ষের উপহার দিলেন বলে লেখেন মমতা।
আসানসোল-বালিগঞ্জে দলের জয় নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, “তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটারদের আন্তরিক ধন্যবাদ। এই জয় আমাদের মা-মাটি-মানুষ সংগঠনের প্রতি মানুষের নববর্ষের উপহার। ফের তৃণমূলের উপর আস্থা রাখার জন্য ভোটারদের স্যালুট”। আসানসোলে প্রায় দুলাখের বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বালিগঞ্জে ২০,০৩০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এরপর ভোটারদের শুভেচ্ছা জানান মমতা (Mamata Banerjee)।