সংবাদদাতা, পুরুলিয়া : টানা পাঁচ মাস বৃষ্টি নেই। ভয়ঙ্কর রোদে শুকিয়ে গিয়েছে কংসাবতী নদী। এই পরিস্থিতিতেও পুরুলিয়া শহরে পানীয় জলের সঙ্কট হতে দেয়নি পুরসভা। নদীগর্ভে গর্ত খুঁড়ে গভীর নলকূল বসিয়ে জল দেওয়া হচ্ছে শহরে। পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, কংসাবতী নদীর তেলেডি ঘাটে রাতভর কাজ করেছেন শ্রমিকরা। যা পরিস্থিতি, শুধু কংসাবতী নদীর উপর ভরসা করলে চলবে না। বিকল্প উপায় খুঁজতে হবে। শহরে নলবাহিত পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখতে জলের নতুন উৎসও খোঁজা হচ্ছে।
আরও পড়ুন-দলের নির্দেশে নিঃশর্ত ক্ষমা চাইলেন নেতা
পুরুলিয়া শহরে পানীয় জল সরবরাহের মূল উৎস কংসাবতী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে নদীর ধারে এমইডিকে দিয়ে একটি ইনফিল্ট্রেশন গ্যালারি তৈরি করিয়েছেন। সেখানে নদীর ভেতর থেকে চুঁইয়ে জল জমা হয়। ফলে জলের সমস্যা এ যাবৎ শহরে ছিল না। এবার দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় জল জমছে না গ্যালারিতে। নবেন্দু বলেন, ‘নদীতে গর্ত খুঁড়েও জল মিলছে না। আমরা তাই নদীর বিভিন্ন জায়গায় যে গভীর নলকূপ রয়েছে, সেগুলি সারিয়ে জল তোলার চেষ্টা করছি। রাজ্য সরকার রঘুনাথপুর শহরে পানীয় জল সরবরাহ করার জন্য দামোদর নদের চরগালিঘাটে একটি জলপ্রকল্প গড়ছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যেন, ওটিকে সম্প্রসারিত করে পুরুলিয়া অবধি নিয়ে আসা হয়। তাহলে পুরুলিয়ায় জল সমস্যার স্থায়ী সমাধান হবে।’