প্রতিবেদন : দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা খেল সিবিআই। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালত বলেছে, অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রাক্তন কর্তা আকর প্যাটেলের বিরুদ্ধে জারি করা লুকআউট সার্কুলার অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই মামলায় নিম্ন আদালত সিবিআই কর্তাদের নির্দেশ দিয়েছিল প্যাটেলের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং নোটিশ প্রত্যাহার করতে হবে। কিন্তু সেই নির্দেশ মানেনি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। এরপর হাইকোর্টও লুকআউট নোটিশ প্রত্যাহারের নির্দেশ দিল।
আরও পড়ুন-রাষ্ট্রসংঘের চার কমিটিতে লজ্জার হার রাশিয়ার, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জের
সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রাক্তন কর্তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে। গোয়েন্দা সংস্থা জানায়, আকর বিদেশ যেতে পারবেন না। সিবিআইয়ের আশঙ্কা ছিল, অ্যামনেস্টি ইন্ডিয়ার এই প্রাক্তন কর্তা যে কোনও সময় দেশ ছেড়ে পালাতে পারেন। সিবিআইয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রথমে নিম্ন আদালতের দ্বারস্থ হন আকর। নিম্ন আদালতেও একদফা মুখ পুড়েছিল এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। নিম্ন আদালত তার নির্দেশে সিবিআইকে অ্যামনেস্টি ইন্ডিয়ার এই প্রাক্তন কর্তার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছিল। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় সিবিআই।
আরও পড়ুন-“সুদিন কাছে এসো, ভালোবাসি একসাথে…”
কিন্তু হাইকোর্টও নিম্ন আদালতের রায়কেই বহাল রাখল। উল্লেখ্য, আকরের বিরুদ্ধে বিদেশি অনুদান আইন ভঙ্গের অভিযোগ এনেছে সিবিআই। ২০২১-এর ডিসেম্বরে আকরের বিরুদ্ধে চার্জশিট পেশ করে এজেন্সি। অন্যদিকে সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে পাল্টা মামলা করেছেন আকর।