একটি খুন এবং তারপর পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। খুনী কি সত্যিই ‘নেক্রোফিলিয়া’ (Necrophilia) রোগে আক্রান্ত ? কিন্তু কে সে, যে মৃতদেহের সঙ্গে যৌনতায় তৃপ্তি পায় ? সব কিছুর সমাধানে খুনী কি ধরা পড়বে ? রহস্যের মায়া জালে জড়িয়ে গেল এবার শুভাশিস, প্রিয়াঙ্কা, অর্ণ। সুতোর মতন পেঁচিয়ে রয়েছে রহস্য। প্রকাশ্যে আসছে একাধিক ভয়ঙ্কর তথ্য।
একের পর এক খুন। পরপর দুটি খুনের পদ্ধতিও একেবারে এক। প্রথমে খুন ও তারপর ধর্ষণ করে মারা হয় দুই ক্ষেত্রেই। খুন করে ধর্ষণ করাই কি খুনীর আসল লক্ষ্য ! খুনিকে খুঁজতে বেড়িয়ে আরও জটিল হয় উঠছে রহস্য।
না, তবে এ কোনও বাস্তব ঘটনা নয়, আসছে নতুন ওয়েব সিরিজ ‘নেক্রো’ (Necro)। অভিনয়ে শুভাশিস মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায়। সিরিজের ধাপে ধাপে রয়েছে নতুন সব চরিত্র। যেখানে শেষ মনে হয়, ঠিক সেখান থেকেই শুরু হয় নতুন এক রহস্যের। পুলিশের অনুমান, খুনী নেক্রোফিলিয়া রোগে আক্রান্ত। এই নেক্রোফিলিয়াকে কেন্দ্র করেই ক্রমশ এগোতে থাকে গল্প।
সিরিজটির পরিচালনার দায়িত্বে দীপ মোদক। সিরিজটি মুক্তি পাবে ‘হোয়াইটস ফেদারস প্রোডাকশন’-এর ব্যানারে – প্রযোজক প্রদীপ বাজাজের প্রযোজনায়। সিরিজটি দেখা যাবে ‘মোজোপ্লেক্স’-এ। ‘নেক্রো’ (Necro) -র ক্রিয়েটিভ পরিচালক সৌম্যজিত আদক।