সংবাদদাতা, পুরুলিয়া : কখনও আগুনে রোদ, কখনও ঘষা কাচের মতো আকাশ। বাতাস একটুও বইছে না। তাপমাত্রা চড়ছে নিত্যদিন। নামছে ভূগর্ভস্থ জলস্তর। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী তিন-চারদিন বৃষ্টির সম্ভাবনা নেই। তাপপ্রবাহে (Purulia Weather Update) পুড়ছে এখন গোটা পুরুলিয়া জেলা।
জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে হয় ৪২.৪ ডিগ্রি। রবিবার একটু কমেছিল তাপমাত্রা। এদিন দুপুর একটায় তাপমাত্রা কমে হয় ৪১.৮। আবহাওয়া দফতরের আশঙ্কা, কয়েকদিনের মধ্যেই ৪৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে তাপমাত্রা। সেক্ষেত্রে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
কৃষি দফতরের আশঙ্কা, এভাবে প্রচণ্ড গরম (Purulia Weather Update) চলতে থাকলে মাঠের সবজি নষ্ট হয়ে যেতে পারে। তাঁরা কৃষকদের পরামর্শ দিচ্ছেন, যাতে সকাল, বিকেল সবজিখেত ফোয়ারা সেচ দিয়ে গাছ ভিজিয়ে রাখা হয়। তবে দুপুরবেলা বাইরে না থাকার পরামর্শও দেওয়া হচ্ছে।
চিকিৎসকেরাও বলছেন, সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি বাড়ি থেকে না বেরোনোই ভাল। অতিরিক্ত গরমে জেলায় সর্দিজ্বর বাড়ছে।
জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই সময় পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখাটা একটা চ্যালেঞ্জ। তবে এখনও জেলার কোথাও জলসমস্যা নেই বলে তিনি জানান।