কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও -র জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও -র জন্মদিবসে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
১৮০৯ সালের ১৮ এপ্রিল এক ফিরিঙ্গি পর্তুগীজ পরিবারে কলকাতায় জন্মগ্রহণ করেন নববঙ্গের দীক্ষাগুরু হেনরি লুই ভিভিয়ান ডিরােজিও। তাঁর ছদ্মনাম ছিল জুডেনিস। নবাব সিরাজউদ্দৌলার আমল শেষ হবার সাথে সাথে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। এরপর কিছুদিন ইংরেজদের প্রায় অধীনেই নবাবি করলেন পর মীর কাশিম। তারপরেই ইংরেজদের প্রত্যক্ষ শাসনে চলে এলো বাঙালিরা, তখনকার ভারতবাসীরা। আর ইংরেজরা প্রবেশ করতে লাগলো ভারতের সর্বক্ষেত্রে। প্রায় সব ইংরেজই যখন কোনো না কোনোভাবে বাঙালিকে হাতিয়ে নিতে চাচ্ছে, এর মধ্যে পশ্চিমা কিছু মানুষ ব্যতিক্রম ছিলেন, যারা বাঙালির উন্নতিই চেয়েছিল। এরই মধ্যে অন্যতম হলেন এই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (Henry Louis Vivian Derozio) ছিলেন একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (Henry Louis Vivian Derozio) ইংরেজি সাহিত্য ও ইতিহাস পড়াতেন এবং তাঁর পাঠদানের পদ্ধতি ছিল তার ধ্যান-ধারণার মতোই গতানুগতিকতামুক্ত। পেশায় ডিরোজিও ছিলেন একজন শিক্ষক, কবি ও নৃত্যশিল্পী। পরবর্তী সময়ে কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক হিসাবে পরিচিতি লাভ করেন ডিরোজিও। তিনি অখন্ড ভারতে বিশ্বাসী ছিলেন। কাব্যচর্চার প্রথম পর্বেই তিনি লিখেছিলেন “ টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড “।