প্রতিবেদন : চারদিন ছুটি পর সোমবার খুলেছিল শেয়ার বাজার। কিন্তু এদিন সকাল থেকেই বাজারের অবস্থা খারাপ। আন্তর্জাতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি প্রভৃতি কারণে বম্বে স্টক এক্সচেঞ্জ শেয়ার সূচক বিএসসি সেনসেক্স এবং জাতীয় শেয়ার বাজারের সূচক নিফটির বিরাট পতন হয়। চরম সমস্যায় পড়েন বিনিয়োগকারীরা। সোমবারের ধসে বিনিয়োগকারীদের প্রায় ৩.৪ লাখ কোটি টাকা ক্ষতি হয়েছে। ফলে এই নিয়ে একটানা চারদিন শেয়ার বাজারে নিম্নমুখী হল। সোমবার বাজার বন্ধ হওয়ার সময় বিএসই সেনসেক্স ১১৭২.১৯ পয়েন্ট বা ২.০১ শতাংশ পড়ে ৫৭১৬৬.৭৪ পয়েন্টে থিতু হয়।
আরও পড়ুন-আবার লখিমপুর! বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দুই ভাই
অন্যদিকে জাতীয় শেয়ার সূচক নিফটি ৩০২ পয়েন্ট বা ১.৭৩ শতাংশ পড়ে ১৭১৭৩.৬৫ পয়েন্টে এসে থামে। এদিন সবচেয়ে বড় পতন হয়েছে ইনফোসিসের শেয়ার দরে। এই সংস্থার শেয়ার মূল্য প্রায় ৭ শতাংশ পড়ে গিয়েছে। ইনফোসিসের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলের পরে দেখা গিয়েছে কোম্পানির স্টক ৭.১৪ শতাংশ কমেছে। কোম্পানির আর্থিক ফলাফল প্রত্যাশা পূরণ করতে না পারার কারণেই সংস্থার শেয়ারে এত বড় মাপের পতন বলে মনে করা হচ্ছে। ইনফোসিস ছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক, উইপ্রো টেক মাহিন্দ্রা এবং টিসিএসের মতো সংস্থার শেয়ার দর অনেকটাই পড়েছে। তবে এদিন এনটিপিসির শেয়ারের দরে ৬ শতাংশ বৃদ্ধি সকলকেই অবাক করেছে।
আরও পড়ুন-খারিজ মন্ত্রীপুত্রের জামিন, সুপ্রিম কোর্টে ধাক্কা বিজেপির
বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। অপরিশোধিত তেলের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। ডলারের তুলনায় টাকার বিনিময় মূল্য কমেছে। পাশাপাশি দেশে মুদ্রাস্ফীতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসবের সম্মিলিত কারণে বিনিয়োগকারীরা টাকা তুলে নিতে শুরু করেছেন। সে কারণেই পড়েছে শেয়ার বাজার। শেয়ারবাজারে ধস নামলেও এদিনও সোনার দাম বেড়েছে।