‘বাংলার আশা পূরণ করব’, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS- Goutam Adani) মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানি। এরপর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার ভূয়শী প্রশংসা করে টুইটারে লেখেন,”আমাকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। বাংলায় শিল্পের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা দিদি তাঁর দূরদর্শী পরিকল্পনার কথা এদিন স্পষ্ট করেছেন। এই মাটিই জন্ম দিয়েছে দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের। আদানি গ্রুপ এই বাংলায় বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
দেশ-বিদেশের শিল্পপতিদের উপস্থিতিতে বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit)। নিউটাউনে আয়োজিত এই অনুস্থানে এদিন একমঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। পাশাপাশি উপস্থিত ছিলেন দেশ-বিদেশের স্বনামধন্য শিল্পপতিরা। এদিন এই মঞ্চ (BGBS- Goutam Adani) থেকেই রাজ্য সরকারের বিপুল প্রশংসা করে রাজ্যে বিপুল বিনিয়োগের বার্তা দেন আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানি। তিনি বলেন, “বাংলা নিয়ে আমি বরাবর আগ্রহী। বাংলা যতজন মণীষীকে দিয়েছে অন্য কোনও রাজ্যে তা নেই। বাংলার মতো মহিলা ক্ষমতায়ন অন্য রাজ্যে কেউ ভাবে না। যার জন্য কন্যাশ্রী এত সফল। যা রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার পেয়েছে। এই রাজ্য সরকারের সবুজ সাথী ও উৎকর্ষ বাংলার মতো প্রকল্পে বাংলার মানুষ উপকৃত।” এরপর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে আদানি বলেন, “আপনার জনপ্রিয়তা ও ক্যারিশ্মা অবিস্মরণীয়। আদানি গ্রুপ আরবসাগরের তীর থেকে ব্যবসা শুরু করেছিল। আমাদের লক্ষ্য অনেক বড়। পরিকাঠামো নিয়ে আমরা আগেই প্রতিশ্রুতিবদ্ধ। আদানি গ্রুপ ডেটা সেন্টার, আন্ডার সি কেবল, সেন্টার ফর এক্সেলেন্স, লজিস্টিক পার্ক ও ফরচুন প্রোডাক্ট নিয়ে কাজ করছে। যার জেরে এই রাজ্যে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ বৃদ্ধি পাবে আমাদের। ২৫০০০ কর্মসংস্থান হবে। আমাদের সব অভিজ্ঞতা বাংলাকে দেব। আমরা টেকনোলজি দেব বাংলাতে। বাংলার আশা আমরা পূরণ করব। আমরা বাংলাতে আমাদের সেরা টিম আনব।”
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ আরও উন্নতির পথে এগিয়ে যাবে’ প্রশংসা ধনকড়ের
উল্লেখ্য, করোনার জেরে ২ বছর বন্ধ থাকার পর বুধবার নিউটাউনে শুরু হয়েছে ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজ্যে শিল্পের জোয়ার আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ এই সম্মেলন। এদিনের এই সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি, হীরানন্দানি, জিন্দল, চ্যার্টার্জি গোষ্ঠীর কর্ণধররা। এছাড়াও আমেরিকা, দক্ষিন কোরিয়া, চিন, বাংলাদেশ, ইংল্যান্ড, জাপান সহ ১৪ টি দেশের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এই সম্মেলনে। এই মঞ্চ থেকেই রাজ্যে বিপুল বিনিয়গের বার্তা দিলেন গৌতম আদানি।