প্রতিবেদন : দেউচা-পাঁচামিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা ভাণ্ডারকে কেন্দ্র করে খনি প্রকল্প গড়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পে ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা৷ হবে এক লক্ষের বেশি কর্মসংস্থান। সেই প্রকল্পে এবার বিনিয়োগ করতে আগ্রহ দেখাল দুই বিদেশি সংস্থা। ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে দেউচা-পাঁচামিতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে একটি পোলিশ সংস্থা ও একটি অস্ট্রেলীয় সংস্থা।
আরও পড়ুন-রাজ্যে স্বাস্থ্যে বিপুল বিনিয়োগ
ওই দুই সংস্থার প্রতিনিধিদলের সঙ্গে ইতিমধ্যেই একদফ আলোচনা সেরে ফেলেছেন রাজ্য সরকারের আধিকারিকরা। চেষ্টা করা হচ্ছে দ্রুত এই দুই সংস্থার সঙ্গে মউচুক্তি সম্পাদন করে ফেলার। ওই এলাকায় খনি শিল্প গড়ে তুলতে রাজ্য সরকারের হাতে ১ হাজার একর জমি রয়েছে। আরও বেশ কিছু জমি নেওয়ার কাজ চলছে। জমিদাতাদের ক্ষতিপূরণ প্রদান এবং চাকরি দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মোট ২০৩ জন জমিদাতাকে জমির পাট্টা ও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। যদিও দেউচা-পাঁচামির এলাকায় কিছু মানুষ এই প্রকল্পের বিরোধিতা করতে সেখানে আন্দোলন শুরু করেছে। বিভিন্ন ভাবে তারা কাজে বাধাও দিচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলিও এই সব আন্দোলনকে পিছন থেকে মদত দিয়ে ওই শিল্প নির্মাণের পথে বাধা ছড়িয়ে দিতে চাইছে। যদিও তাঁদের সেই সামগ্রিক উদ্দেশ্য এখনও সফল হয়নি। মুখ্যমন্ত্রীর কথায় ভরসা করে সেখানে অনেক পরিবারই নিজেদের জমি বাড়ি তুলে দিচ্ছে রাজ্য সরকারের হাতে।