সংবাদদাতা, রায়গঞ্জ : প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের মনোরঞ্জনের জন্য চালু হল চিলড্রেনস পার্ক। ইটাহার পঞ্চায়েতের তহবিল থেকে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে পার্কটি (Childrens park) তৈরি হয়েছে। শুক্রবার এই পার্কটি চালু হয়। উল্লেখ্য, ইটাহার পঞ্চায়েতের অন্তর্গত খামরুয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের দাবি ছিল চিলড্রেন পার্কের। স্থানীয় পঞ্চায়েত সদস্য সুদীপ্ত দাসের কাছে এ-বিষয়ে আবেদন জানানো হয়েছিল। তাদের দাবি মেনে নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুদীপ্ত দাসের উদ্যোগে ইটাহার পঞ্চায়েতের ৩ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে খামরুয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চিলড্রেন পার্ক বেশ কিছু দিন আগে তৈরি করা হয়। এদিন আনুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হয় পার্ক (Childrens Park)। পার্ক খুলে দেওয়ায় স্বাভাবিকভাবেই খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।