অনুপম সাহা, কোচবিহার : দলের সদস্য সংখ্যা প্রায় শূন্য। আয়ও কমে গিয়েছে। তাই কোচবিহারে কার্যালয় ভাড়া দিয়ে দল চালানোর পরিকল্পনা নিল বামফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লক। বাম রাজত্বে এই জেলার ফরওয়ার্ড ব্লক নেতা ও প্রাক্তন কৃষিমন্ত্রী কমল গুহ ও তাঁর দলের নেতা-কর্মীদের সমীহ করে চলত খোদ সিপিএমও। বর্তমানে সেই রাজনৈতিক দলের কর্মিসংখ্যা দিনে দিনে কমছে।
আরও পড়ুন – মাফিয়াদের সেতু ভাঙল প্রশাসন
কর্মিসংখ্যা কমে যাওয়ায় জেলা নেতৃত্ব দল চালানোর খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় আয় বাড়াতে জেলা কার্যালয়ের নীচতলা ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরওয়ার্ড ব্লক। প্রায় ৭২ হাজার টাকা মাসিক ভাড়ায় এখানে ক্লিনিক খোলা হবে। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ কটাক্ষ করে বলেন, ‘‘ভুল পথে চালিত হওয়ায় ফরওয়ার্ড ব্লকের এই দুর্গতি। ওদের কর্মী-সমর্থক নেই বললেই চলে। দল কোমায় চলে গিয়েছে। তার চিকিৎসা করাতে পার্টি অফিসে ক্লিনিক গড়ার চিন্তাভাবনা করেছে।’’ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা তথা বিধায়ক উদয়ন গুহ বলেন, ‘‘আমার বাবার সময়কালে এই জেলা কার্যালয় তৈরি হয়েছিল। এখন ভাড়া দিয়েছে, এরপরে হয়তো বিক্রি হয়ে যাবে। আমি থাকলে এ ধরনের ঘটনা ঘটত না।’’ ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর বলেন, ‘‘জেলা অফিসের নীচতলা ভাড়া দেওয়া হচ্ছে। পার্টিকর্মীদের টাকা দিয়েই পার্টি চলছিল। বর্তমানে সদস্য কমে গিয়েছে, ফলে আয়ও কমে গিয়েছে। পার্টিকে ঠিকমতো চালাতে এছাড়া উপায় ছিল না।’’