সংবাদদাতা, ঘাটাল : নানা বাহানায় রাজ্যের উন্নয়ন প্রকল্প নিয়ে কেন্দ্রের উদাসীনতা একটা অসুখের মতো। রাজ্যের চাপে পড়ে ঘাটাল মাস্টার প্ল্যানের ৬০ শতাংশ অর্থ দিতে নিমরাজি হয়েছে, কিন্তু এখনও প্রকল্পের অনুমোদন দেওয়ার নাম করছে না। এই প্রকল্পে রাজ্য সরকারকে (West Bengal Government) দিতে হবে ৪০ শতাংশ অর্থ। এই শর্তে রাজি হওয়ার পরও কেন্দ্র সরকার অনুমোদন দেয়নি। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও অনুমোদন পাওয়া যায়নি। তবে রাজ্য সরকার ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। তিনি আশা করেন, কেন্দ্র যদি প্রকল্প অনুমোদন করে তবে তাঁরাই এই কাজ এগিয়ে নিয়ে যাবেন। গত বছর ঘাটাল এলাকায় বন্যার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করার পর এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে উদ্যোগী হয়েছিলেন। তখন রাজ্যের (West Bengal Government) মন্ত্রীদের একটি প্রতিনিধিদল কেন্দ্রের কাছে এ বিষয়ে দরবার করেছিল। তারপর কেন্দ্র এই প্রকল্পের খরচের ৬০ শতাংশ অর্থ দিতে রাজি হয়েছিল। নতুন করে ঘাটাল মাস্টার প্ল্যানের বিস্তারিত তথ্য পাঠানোর জন্য কেন্দ্র রাজ্যকে নির্দেশ দেয়। সেইমতো ফের এই প্রকল্পের সব তথ্য পাঠানো হয়েছে বলেও সেচ দফতর সূত্রে জানা গিয়েছে।