২১ মের পরে সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল। কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকবেন তিনি। সিবিআইকে চিঠি লিখে একথা জানিয়ে দিয়েছেন তাঁর আইনজীবী। ২১ মের পরে আলোচনা করে জায়গা ঠিক করেই সেখানে করা যেতে পারে জিজ্ঞাসাবাদ। সোমবার জানানো হয়েছে অনুব্রতর পক্ষ থেকে।
আরও পড়ুন-ফের লকডাউন!
শুক্রবারই হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি। কিন্তু এখনও সম্পূর্ণ সুস্থ নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শ্বাসকষ্ট রয়েছে। ঠিকমতো হাঁটাচলাও করতে পারছেন না। সমস্যা রয়েছে হার্টেও। অনুব্রতর আইনজীবী সিবিআইকে জানিয়েছেন শনিবার এবং রবিবার শারীরিক কারণেই তিনি হাজির হতে পারেননি সিবিআই দফতরে। অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট সিবিআই দিল্লিতে এইমসে পাঠিয়েছে।