গুরুগ্রামের মানেসরে জঞ্জালের স্তুপে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই কালো ধাঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। সোমবার গভীর রাতে মানেসরে সেক্টর ৬-এর কাছে আচমকাই জঞ্জালের স্তূপে আগুন লেগে যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে। বহুদূর থেকে দেখা যায় আগুনের লেলিহান শিখা। বড়সড় দুর্যোগ আটকাতে একদিক চলছে আগুন (Fire) নেভানোর কাজ। অন্যদিকে দ্রুততার সঙ্গে আশেপাশের এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ চলছে। এলাকায় উপস্থিত রয়েছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগুন (Fire) লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। বিধ্বংসী অগ্নিকাণ্ড থেকে ছড়িয়ে পড়া দূষণ কীভাবে আটকাবে, সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।