উন্নয়নের বাজেট

এই বাজেটে নাগরিকদের পরিস্রুত জল সরবরাহ, জঞ্জাল সাফাই ও ড্রেন পরিষ্কার এবং বিদ্যুতের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Must read

সংবাদদাতা, কোচবিহার : নতুন বোর্ড গঠনের পর ২০২২-২৩ সালের পুরসভার বাজেট পেশ হল। মঙ্গলবার পুরসভার কনফারেন্স হলে এই বাজেট পেশ করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এই বাজেটে নাগরিকদের পরিস্রুত জল সরবরাহ, জঞ্জাল সাফাই ও ড্রেন পরিষ্কার এবং বিদ্যুতের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন-এগিয়ে থেকেও জয় হাতছাড়া মহামেডানের

তার জন্য মোট বরাদ্দ করা হয়েছে ৮৪ কোটি ৭৮ লক্ষ ৩০ হাজার টাকা। তার মধ্যে ড্রেন ২ কোটি, সাফাই ৬ কোটি ৫৩ লক্ষ, পানীয় জল ৫ কোটি ৪০ লক্ষ, পাবলিক ওয়ার্কার্স ১২ কোটি, ভবন সংস্কারে ১ কোটি এবং স্বাস্থ্যের জন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৫৬ লক্ষ ৭০ হাজার টাকা। ইতিমধ্যেই কোচবিহারে কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে। কোচবিহারকে হেরিটেজ সিটি হিসেবে ঘােষণা করা হয়েছে।

Latest article