প্রতিবেদন : রাজধর্ম পালন করার বদলে সংঘাত পালন করছেন রাজ্যপাল। প্রশানসকে বারেবারে বিব্রত করার চেষ্টা করছেন তিনি। এবার নবনির্বাচিত বিধায়ক বাবুল সুপ্রিয়ের শপথ নিয়েও অনৈতিকভাবে বাগড়া দিচ্ছেন রাজ্যপাল। যা অনৈতিক। তবুও জটিলতা কাটাতে উদ্যোগী হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে এ-ব্যাপারে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন বলে ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে রাজ্যপালকে ফের একবার রাজধর্ম পালনের ‘পরামর্শ’ দিয়েছেন তিনি।
আরও পড়ুন-স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী বাবুল। কিন্তু ১২ দিন কেটে গেলেও বিধায়ক পদে শপথ নেওয়া হয়নি তাঁর। ফলে বিধায়ক হিসেবে নিজের কাজ এখনও শুরু করতে পারেননি। রাজভবনের আপত্তিতে বাবুলের শপথগ্রহণ আটকে রয়েছে। কারণ, বিধায়কদের শপথগ্রহণের জন্য যে ক্ষমতা রাজ্যপাল বিধানসভার স্পিকারকে দেন, তা পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। উপনির্বাচনে জয়ী কোনও বিধায়ককে শপথগ্রহণ করানোর অনুমতি রাজ্যপালের কাছ থেকেই নিতে হবে।
আরও পড়ুন-জখম শ্রমিকদের নিখরচায় চিকিৎসা, হাসপাতালে দেখতে সাবিনা
এমনকী, রাজ্যপাল চাইলে বিধায়ককে নিজেই শপথগ্রহণ করাতে পারেন। অথবা শপথগ্রহণ করাতে পারেন রাজ্যপালের মনোনীত কোনও ব্যক্তি। বাবুলের শপথগ্রহণের অনুমতির জন্য রাজভবনে চিঠি পাঠায় পরিষদীয় দফতর। ঠিক হয় সেই অনুমতি পেলে পরিষদীয় দফতর তা বিধানসভার সচিবালয়কে জানাবে। সেই মতো শপথের আয়োজন করবে বিধানসভার সচিবালয়। কিন্তু, রাজ্যের বেশ কিছু বিল ও প্রস্তাবের আলোচনা চেয়ে পাঠিয়েছেন তিনি।