উন্নয়নে বাধা দিলে বরদাস্ত করা হবে না

উন্নয়নের পথে কেউ কাঁটা বিছাতে এলে তা কোনওভাবেই বরদাস্ত করবে না দল।

Must read

সংবাদদাতা, আসানসোল : উন্নয়নের পথে কেউ কাঁটা বিছাতে এলে তা কোনওভাবেই বরদাস্ত করবে না দল। তা সে কোনও বিরোধী দলই হোক বা তৃণমূলের নাম করে কোনও স্বার্থান্বেষী মহল। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকের পর জেলা তৃণমূলের পক্ষ থেকে এমনই সিদ্ধান্তের কথা জানালেন জেলা আইএনটিটিইউসি-র সভাপতি অভিজিৎ ঘটক। সম্প্রতি শেষ হওয়া বিশ্ব বাণিজ্য সম্মেলনের পর পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু নতুন শিল্পে বিনিয়োগের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে।

আরও পড়ুন-প্রসূতি মৃত্যু কমাতে রাজ্য নিল উদ্যোগ

পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পাশাপাশি এডিডিএ-র পক্ষ থেকেও উৎসাহী শিল্পপতিদের জন্য সবধরনের পরিকাঠামোগত সুযোগ-সুবিধার দুয়ার উন্মোচিত করা হয়েছে। শিল্প সংস্থাপনের সেই সোনালি সম্ভাবনাকে বিনষ্ট করার জন্য বিজেপি ও বাম দলগুলি লাগাতার চক্রান্ত করে চলেছে। নানাভাবে তারা বিভিন্ন শিল্পকারখানার পরিবেশ কলুষিত করার এক বৃহত্তর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই পাশাপাশি দলের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে তৃণমূলের পতাকা হাতে একদল স্বার্থান্বেষী মানুষ ট্রেড ইউনিয়নের নাম করে অশান্তি পাকানোর চেষ্টা করছে। এদের কাউকেই ছাড়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন অভিজিৎ। দিনকয়েক আগে এডিডিএ-র দুর্গাপুর অফিসে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের পৌরোহিত্যে এবং রাজ্য আইএনটিটিইউসি-র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়।

Latest article