আজকের দিনে এক বছর আগে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামীর। তাঁর ছেলে সুদীপ্ত গোস্বামী এই খবর প্রকাশ্যে এনেছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন এই প্রবাদপ্রতিম ফুটবলার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল ক্রীড়া জগতে।
আরও পড়ুন-চুনী গোস্বামীর মৃত্যুদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধা নিবেদন
১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন চুনী গোস্বামী। এশিয়ান গেমসে সোনা জয় করেছিলেন তিনি ।
১৯৬৪ সালে মাত্র ২৭ বছর বয়সে তাঁকে শেষ বার দেখা গিয়েছিল জাতীয় দলের হয়ে। ক্লাব ফুটবলে চুনী মোহনবাগানের হয়ে খেলেছেন।
এদিন তাঁর প্রয়াণ দিবসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে শোকজ্ঞাপন করেছেন।