প্রতিবেদন : গরমের ছুটি এগিয়ে এসেছে। ফলে সপরিবারে বেড়াতে বেরনোর তোড়জোড় শুরু। কিন্তু ট্রেনের টিকিট অমিল। ভলভো বাস ও বিমানের টিকিটের দামও বাড়ছে হু-হু করে। ঠাণ্ডার জায়গাতেই আকর্ষণ বেশি। দুঃসহ গরমে দক্ষিণবঙ্গের মানুষ জেরবার। তাই আকর্ষণ বাড়ছে সামার ট্যুরিজম বা গ্রীষ্মকালীন পর্যটনের। স্কুলে গরমের ছুটি কিছুটা এগিয়ে আসায় এবং তার মেয়াদ বাড়ায় প্রকৃতির হাতছানি উপেক্ষা করাটা বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে।
আরও পড়ুন-চুনী গোস্বামীর মৃত্যুদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
যাঁরা কিছুটা হুজুগে পড়ে বেড়াতে যাচ্ছেন, ট্রেনে সংরক্ষিত আসন পেতে তাঁদের বেশ বেগ পেতে হচ্ছে। তাই পূর্বরেল এবং দক্ষিণ-পূর্ব রেলের স্পেশ্যাল ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবি উঠেছে। ভ্রমণ-পিপাসুরা চাইছেন, সপ্তাহে ৩ দিন নয়, প্রতিদিনই স্পেশ্যাল ট্রেন চালানো হোক। দার্জিলিং, সিকিম কিংবা সিমলায় মন পড়ে আছে যেসব পর্বতপ্রেমীর, তাঁদের সঙ্গে এ-ব্যাপারে পুরোপুরি একমত দীঘা, পুরী কিংবা বিশাখাপত্তনমের সমুদ্রপ্রেমীরা। আসলে আকাশপথে ভ্রমণ এখন এতটাই খরচসাপেক্ষ হয়ে উঠেছে যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তাই ভ্রমণ-পিপাসুদের দাবি আরও স্পেশ্যাল ট্রেন চালু হোক অবিলম্বে।