প্রতিবেদন : শুধু মানুষই নয়। তীব্র দাবদাহে নাজেহাল কলকাতা পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া এবং সারমেয়কুলও। দুঃসহ গরম যাতে তাদের অসুস্থতার কারণ না হয়ে দাঁড়ায় এবং কাজে-কর্মে কোনও প্রভাব ফেলতে না পারে তার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনেই ২৪ ও ২৫ মে ইডেনে আইপিএল ম্যাচ।
আরও পড়ুন-আরও চাই স্পেশ্যাল ট্রেন
ভিড় সামলানো এবং নিরাপত্তার প্রশ্নে এই প্রশিক্ষিত ঘোড়া এবং কুকুরদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এদের নির্ভরযোগ্যতা প্রশ্নাতীত। তাই এখন থেকেই বিশেষ যত্ন নেওয়া হচ্ছে তাদের। ঘড়ি ধরে তাদের খাওয়ানো হচ্ছে গ্লুকোজের জল এবং ওআরএস। দু’বেলা স্নান করানো হচ্ছে প্রতিটি ঘোড়াকে। হজমের সুবিধের জন্য নিয়ম করে খাওয়ানো হচ্ছে ঘাস এবং পরিমিত ছোলা। কুকুরদের দিনের বেলায় খাওয়ানো হচ্ছে তুলনামূলকভাবে বেশি পরিমাণে টক দই। রাতে মাংস। প্রচুর পরিমাণে জলও পান করানো হচ্ছে ডগ স্কোয়াডের কুকুরদের। এখানেই শেষ নয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে তাদের। প্রয়োজনে কিছু অদলবদলও চলছে ডায়েট চার্টে।
আরও পড়ুন-চুনী গোস্বামীর মৃত্যুদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
এস এন ব্যানার্জি রোডে কলকাতা মাউন্টেড পুলিশের আস্তাবলে এখন ঘোড়ার সংখ্যা মোট ৪২। এ-ছাড়া ২৭টি ঘোড়ার বাসস্থান আলিপুর বডিগার্ড লাইনে। এমনিতেই বেশ যত্ন-আত্তির মধ্যেই রাখা হয় এই ঘোড়াদের। ডগ স্কোয়াডের সারমেয়রাও থাকে বেশ আরামদায়ক পরিবেশে। তবে এবারের ব্যতিক্রমী গরমে তাদের স্বাস্থ্যসুরক্ষার জন্য বিশেষ সচেতন কলকাতা পুলিশ। নিয়মিত পশু চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে।