অবশেষে হাঁসফাস গরম থেকে স্বস্তি। শনিবার সন্ধেয় এলো কাঙ্খিত কালবৈশাখীর। কলকাতা, হাওড়া, হুগলি-সহ ২ চব্বিশ পরগনায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি (Rainfall) হতে পারে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের।
ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া-সহ বেশ কিছু জায়গায় ঝড়ো হাওয়া বইছে। হয়েছে বৃষ্টিও। এরপরেই এদিন সন্ধেয় প্রায় ৪০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সঙ্গে বৃষ্টিও শুরু হয়।
আরও পড়ুন: দাবদাহে পুলিশের কুকুর ও ঘোড়ার নতুন খাবার
কয়েকদিন ধরেই হাওয়া অফিসের পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গে ছিটেফোঁটার বেশি বৃষ্টি (Rainfall) জোটেনি। সঙ্গে ছিল একটু হাওয়া। শনি-সন্ধেয় দহন থেকে মুক্তিতে খুশি দক্ষিণবঙ্গবাসী।