দুই দলিতকে পিটিয়ে খুন বিজেপির রাজ্যে

Must read

প্রতিবেদন : ফের পিটিয়ে দলিত (Dalit) খুনের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটল বিজেপি শাসিত রাজ্যে (Madhya Pradesh)। দেশে মোদি জমানায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে গোহত্যার নামে সংখ্যালঘু বা দলিতদের (Dalit) গণপিটুনি দিয়ে খুন, নির্যাতনের মতো অপরাধ বেড়েই চলেছে। আবার এরকম এক ঘটনা ঘটল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এরাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে, অভিযোগ বিরোধীদের। শুধুমাত্র গোহত্যার সন্দেহেই এবার পিটিয়ে মারা হল আদিবাসী সম্প্রদায়ের দুই ব্যক্তিকে। গুরুতর জখম আরও এক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিওনি জেলার কুরাই থানার সিমারিয়া গ্রামে। গণপিটুনিতে প্রায় ২০ জন যুক্ত বলে পুলিশ জানিয়েছে। সোমবার দুপুরে আদিবাসী পাড়ায় পৌঁছয় গেরুয়াবাহিনীর (BJP) জনা ২০ স্বঘোষিত গোরক্ষক। এক পরিবারের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। গণপিটুনিতে ঘটনাস্থলেই দু’জন মাটিতে লুটিয়ে পড়েন। তাঁদের বাঁচাতে এসে জখম হন আরও একজন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দু’জনের মৃত্যু হয়। ঘটনাটি সামনে আসতেই বিজেপির সাম্প্রদায়িক ও দলিতবিরোধী রাজনীতির নামে মানুষ খুনের নীতির বিরুদ্ধে তীব্র ধিক্কার সর্বস্তরে। তথাকথিত ডবল ইঞ্জিনের রাজ্যে আইনশৃঙ্খলার বেহাল দশাও স্পষ্ট। মধ্যপ্রদেশের প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, বিজেপি সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। বিজেপির ইশারাতেই বজরং দলের সদস্যরা এই কাজ করেছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উচিত ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করা। দোষীদের কড়া শাস্তি দিতে হবে।

Latest article