১৪ বছরের একটি পুরনো মামলায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের (Raj Thackeray) বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল মহারাষ্ট্রের সাংলি জেলা আদালত। ২০০৮ সালে উসকানিমূলক মন্তব্য করার কারণে রাজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। আদালত এক নির্দেশে মুম্বই পুলিশ কমিশনারকে রাজকে গ্রেফতার করে ৮ জুনের মধ্যে আদালতে হাজির করানোর কথা বলেছে। ২০০৮ সালে যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের দাবিতে এক বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন রাজ (Raj Thackeray)। সেখানেই তিনি একের পর উসকানিমূলক মন্তব্য করেছিলেন। তবে এমএনএসের এক নেতা জানিয়েছেন, সরকারের আইন অনুযায়ী ২০১২ সালের আগে যে সমস্ত রাজনৈতিক মামলা দায়ের হয়েছে সেগুলি প্রত্যাহার করার কথা। কিন্তু তার পরেও কেন এই পরোয়ানা জারি হল বোঝা যাচ্ছে না।