মুম্বই, ৪ মে : ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করার জন্য ৩৩ বছর আগে মহারাষ্ট্র সরকার জমি দিয়েছিল সুনীল গাভাসকরকে। কিন্তু এতদিনেও জমি তৈরির কাজে হাত দিতে পারেননি। তাই সরকারকে সেই জমি ফিরিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ১৯৮৯ সালে একটি ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমি তৈরির জন্য বান্দ্রায় ২১৩৪৮ বর্গফুট জমি পেয়েছিলেন গাভাসকর।
আরও পড়ুন-অবসর-পরবর্তী পরিকল্পনা ভারত অধিনায়কের, মাস্টার্স করছেন সুনীল
তবে ব্যস্ততার কারণে অ্যাকাডেমির কাজ শুরুই করতে পারেননি কিংবদন্তি ভারতীয় ওপেনার। ২০১৯ সালে মহারাষ্ট্র সরকার টিঠি দিয়ে সেই জমি ফেরত নেওয়ার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব মেনে নিয়েছে গাভাসকরের ট্রাস্ট। এই প্রসঙ্গে সানির বক্তব্য, ‘‘হ্যাঁ আমার ট্রাস্ট সরকারকে জমি ফিরিয়ে দিয়েছে। নানান ব্যস্ততায় আমি অ্যাকাডেমি তৈরির কাজে হাত দিতে পারিনি। এভাবে জমি ফেলে রাখার কোনও মানেই হয় না।’’