প্রতিবেদন : আজ বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্তোষ ট্রফিতে রানার্স বাংলা (Bengal) দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান (Mohun Bagan)। ফাইনালে বাংলার হারে হতাশ হয়েছিলেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। সন্তোষে বাংলার এক ঝাঁক তরুণ ফুটবলারের পারফরম্যান্সে খুশি হয়েই তাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন জুয়ান। বিকেল সাড়ে চারটে থেকে ম্যাচ শুরু হবে। জানা গিয়েছে, প্রীতম কোটাল, লিস্টন কোলাসো, মনবীর সিংদের মতো ভারতীয় ফুটবলারদেরই বাংলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলাবেন জুয়ান। বিদেশিদের এই ম্যাচে খেলাবেন কি না, ঠিক করেননি স্প্যানিশ কোচ।
আরও পড়ুন: জমি ফেরত সানির
বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য (Ranjan Bhattacharya) বললেন, ‘‘এখনও আমি ফাইনালের ধাক্কা কাটিয়ে উঠতে পারিনি। তবে এই ম্যাচে ছেলেরা সিরিয়াস ফুটবলই খেলবে। কারণ, মোহনবাগান (Mohun Bagan) কোচের সামনে সবাই নিজেদের প্রমাণ করতে চাইবে। কাউকে তো ফেরান্দোর পছন্দ হতেই পারে।’’ পারিবারিক বিপর্যয় কাটিয়ে রয় কৃষ্ণও শহরে চলে এসেছেন। বুধবার থেকে অনুশীলনে নামার কথা থাকলেও কৃষ্ণ মাঠে নেমে এএফসি কাপের প্রস্তুতি শুরু করবেন বৃহস্পতিবার থেকে।
বাংলা ম্যাচের পর এএফসি কাপের মূলপর্বের প্রস্তুতি হিসেবে আরও দু’টি প্র্যাকটিস ম্যাচ খেলবে মোহনবাগান। ১১ মে ইগর স্টিমাচের ভারতীয় দলের বিরুদ্ধে খেলার পর ১৭ মে আই লিগের সেরা ফুটবলারদের নিয়ে গড়া দলের বিরুদ্ধে খেলবে ফেরান্দোর দল।