মুম্বই, ৪ মে : বৃহস্পতিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে দিল্লি। যা পরিস্থিতি, তাতে প্লে-অফে ওঠার জন্য শেষ পাঁচ ম্যাচ জিততেই হবে দিল্লিকে। তাঁরা যে চাপে রয়েছেন, তা স্বীকার করে নিচ্ছেন ডেভিড ওয়ার্নারও। দিল্লির অস্ট্রেলীয় তারকা সাফ জানাচ্ছেন, ‘‘আমাদের সামনে এখন জেতা ছাড়া অন্য কোনও পথ খোলা নেই। ফাইনালে ওঠার জন্য আমাদের প্রত্যেকটা ম্যাচই জিততে হবে।’’ ওয়ার্নার আরও জানাচ্ছেন, দলের সংখ্যা বেড়ে যাওয়ায় এবারের আইপিএলে প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়ে গিয়েছে। প্রথম চারে জায়গা করে নেওয়ার জন্য দিল্লির সঙ্গে লড়াইয়ে রয়েছে সানরাইজার্সও (Sunrisers Hyderabad) (৯ ম্যাচে ১০ পয়েন্ট)। ওয়ার্নার বলছেন, ‘‘আমরা যদি সানরাইজার্সকে হারাতে পারি, তাহলে প্লে-অফে যাওয়ার পথ খোলা থাকবে। তবে আরও বেশ কয়েকটা দলও শেষ চারের লড়াইয়ে রয়েছে। তবে এত কিছু নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের উচিত নিজেদের খেলায় ফোকাস করা।’’ এবারের টুর্নামেন্টে দিল্লি রান তাড়া করতে গিয়ে বেশ কিছু ম্যাচ হেরেছে। ওয়ার্নারের বক্তব্য, ‘‘এটা ঘটনা, লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছেও আমাদের হাত থেকে ম্যাচ বেরিয়ে গিয়েছে। এই জায়গায় দ্রুত উন্নতি করতে হবে।’’ এরজন্য টপ অর্ডারকে বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ওয়ার্নার। তিনি বলেন, ‘‘আমি, পৃথ্বী (শ) ও মিচেলের (মার্শ) মধ্যে যে কোনও একজনকে বড় ইনিংস খেলতে হবে। সেটা ৮০-৯০ রান হতে পারে, আবার সেঞ্চুরিও হতে পারে। যদি টপ অর্ডার ক্লিক করে যায়, তাহলে যে কোনও লক্ষ্যেই তাড়া করে ম্যাচ জেতা সম্ভব।’’
আরও পড়ুন: ফেরান্দোর সামনে আজ পরীক্ষা মনোতোষদের