সংবাদদাতা, শিলিগুড়ি : ২০১৭ সালে ২১ এপ্রিল। উত্তরবঙ্গ সফরে গিয়ে অমিত শাহ আদিবাসী পরিবারে সেরে ছিলেন মধ্যাহ্নভোজ। দিয়েছিলেন প্রতিশ্রুতি। এরপর তিস্তা দিয়ে বয়ে গেছে জল। অনটনের সময় শাহরা ফিরেও তাকাননি পরিবারটির দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারটির পাশে দাঁড়ান। অভাব কাটিয়ে এখন ঘুরে দাঁড়িয়েছে মাহালি-দম্পতি। রাজ্য সরকারের উদ্যোগে রাজু মাহালি ও গীতা মাহালি নতুন বাড়ি পেয়েছেন। এমনকী নকশালবাড়ি থানাতে গীতাকে হোমগার্ডের চাকরি দিয়েছে রাজ্য সরকার। এক ছেলে ও এক মেয়ে নিয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে তাঁদের।
আরও পড়ুন-এএফসি-র প্রস্তুতি শুরু কৃষ্ণর মোহনবাগানকে হারাল বাংলা
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়িতে সভা করলেন। অমিত শাহ শিলিগুড়িতে এসেছেন তা জেনেই মাহালি-পরিবার আবারও মনে করিয়ে দিয়েছেন মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতির কথা। এদিন রাজু ও গীতা বলেন, ‘‘রাজ্য সরকারের সাহায্য আমরা বেঁচে আছি। অমিত শাহ বা কোনও বিজেপি নেতা আমাদের কোনদিনও আর খবর নেননি। রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন বাড়ি পেয়েছি। গ্যাসের কানেকশন পেয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।’’