সংবাদদাতা, কাটোয়া : রাজ্য জুড়ে বৃহস্পতিবার শুরু হয়েছে ‘পাড়ায় সমাধান’ ও ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। এই জোড়া কর্মসূচি নিয়ে সরকারি প্রতিনিধিরা জনগণেশের দরজায় পৌঁছে যাচ্ছেন। জনমুখী কর্মসূচি দুটিকে সফল করতে আগেই কালনা ১ ও পূর্বস্থলী ১ ব্লক কার্যালয়ে বিশেষ প্রস্তুতিসভা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। নিজের গ্রাম নাদনঘাটের ছোট কোবলা বুথ থেকে সচেতনতা কর্মসূচি শুরু করেন তিনি। কারও বাড়ির উঠোনে, কারও বাড়ির দাওয়ায় বসে এই কর্মসূচির জন্য আবেদন জানানো, কী ধরনের সমস্যার সমাধান চাওয়া যায়, কী কী কাগজপত্র লাগবে বিশদে বোঝান।
আরও পড়ুন-স্বরাষ্ট্রমন্ত্রী দেখে শিখুন
তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি, যতগুলি বুথ পারা যায় ঘোরা ও সেই বুথের লোকজনদের সঙ্গে খোলামেলা আলোচনা করার। দলের প্রশাসনিক ও সাংগঠনিক পদে যাঁরা রয়েছেন, তাঁদেরও বলেছি সরকারের প্রকল্প ও পরিষেবা যাতে মানুষ ঠিকমতো পান সে ব্যাপারে নজর রাখতে।’ দুয়ারে সরকার কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার আবেদনগুলির সুফল ১ থেকে ৬ জুনের মধ্যে আবেদনকারীর কাছে পোঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি দলের শহিদদের পরিবার ও পুরনো ও বর্তমানে নিষ্ক্রিয় নেতা-কর্মীদের বাড়ি যাওয়ার কর্মসূচি শুরু করেছেন স্বপনবাবু। এমনই এক কর্মসূচিতে গোকর্ণ গ্রামে হাজির হন মন্ত্রী। সিপিএম নেতাদের রক্তচক্ষু উপেক্ষা করে তৃণমূলের কর্মসূচিতে যোগ দেওয়ার মাশুল দিতে হয়েছিল এই গ্রামের ২ তরতাজা যুবক সাহানুর শেখ ও জাহিদুল শেখকে। বোমা মেরে, ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে খুন করা হয় তাঁদের। তাঁদের পরিবারের সদস্যরা কেমন আছেন, কোনও সমস্যা আছে কিনা, সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধে পাচ্ছেন কিনা, তার খোঁজখবর নেন মন্ত্রী। স্বপনবাবু পুরনো-নতুনের সেতু বাঁধার লক্ষ্যে এলাকা জুড়ে চক্কর দিচ্ছেন।